এই মুহূর্তে কলকাতা

পঞ্চম দফায় ৫৭ শতাংশ বুথই স্পর্শকাতর,থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রিজার্ভেও ৩৭ কোম্পানি।

কলকাতা, ১৯ মে:- হুগলি নদীর এক পাশের ব্যারাকপুর শিল্পাঞ্চলে ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও নির্বাচন পরবর্তী দীর্ঘস্থায়ী অশান্তির স্মৃতি এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। আবার আরেক পারে আরামবাগ, খানাকুল, গোঘাটের মত এলাকার দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষপ্রবণতার ইতিহাস অটুট। রয়েছে বনগাঁর মতো আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কেন্দ্রও। এর সঙ্গে যুক্ত হয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাষ। সব মিলিয়ে রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ তাতে সন্দেহ নেই। সেই চ্যালেঞ্জ উতরোতে সর্বশক্তি নিয়োজিত করা হচ্ছে কমিশনের তরফে। পঞ্চম দফার ৫৭ শতাংশ বুথই স্পর্শকাতর।

তাই এই পর্বের ভোটেই এপর্যন্ত সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সরাসরি ভোটের ডিউটিতে থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এর সঙ্গে আরও ৩৭ কোম্পানিকে জরুরি পরিস্থিততে কাজে লাগানোর জন্য রিজার্ভে রাখা হচ্ছে। এর সঙ্গে থাকছে সাড়ে ২৫ হাজারের বেশি রাজ্য পুলিশ। থাকছে ৫৬৭ টি কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরাও মাঠে নেমে পড়েছেন। আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্তে রয়েছে কড়া নজরদারি। রাজ্য ও জাতীয় সড়কে পুলিশ নাকা বানিয়ে তল্লাশি চালানো হচ্ছে জোর কদমে। ভোট ঘিরে চাপা উত্তেজনার পরিবেশ রয়েছে ব্যরাকপুর শিল্পাঞ্চলে। এবার এখানে লড়াই মূলত দুই হোভিওয়েট নেতার। সাংসদ অর্জুন সিংহের সঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের রাজনৈতিক দ্বৈরথকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে ব্যারাকপুরের বাতাসে।