এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা।

হুগলি, ১৫ মে:- শ্রীরামপুরে ১৯ নম্বর ওয়ার্ডের শশীভূষণ ঘোষ থার্ড বাই লেনের এক প্রাক্তন রেলের কনট্রাক্টর এর বাড়িতে আয়কর হানা। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে দুটি গাড়ি করে ৭ জন আয়কর আধিকারিক থানা দেয় এই প্রাক্তন রেল কর্মীর বাড়িতে। সুত্র মারফত খবর ওই ব্যক্তির নাম প্রদীপ গুহ (বয়স ৬০)। বাড়িতে উনার স্ত্রীকে নিয়ে একাই থাকতেন তিনি যদিও বেশিরভাগ সময় ছেলের কাছে বিদেশেই থাকতেন। এই বাড়িতে খুবই কম আসা যাওয়া ছিল তার। সকাল থেকে এখনো চলছে, আয়কর অধিকারীদের তল্লাশি। কি কারণে এই তল্লাশি তা এখন অব্দি স্পষ্ট জানা যায়নি।