এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

হুগলি, ১৩ মে:- মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চাঁপদানীতে সভা করেন আজ সন্ধায়। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শংকর বোসের সমর্থনে। সেই সভায় সন্দেশখালির কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। সন্দেশখালিতে কি ঘটনা ঘটেছিল। মহিলারা কি ভাবে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন তা বলেন এক মহিলা। শিবরাজ সিং চৌহান বলেন, এখনো পর্যন্ত যে নির্বাচন হয়েছে তাতে বিজেপি এনডিএ জোট চারশ আসন পার করে যাবে এটা স্পস্ট। আর পশ্চিমবঙ্গে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বদলা নিতে। তুষ্টি করনের বিরুদ্ধে, আর যে টাকা খেয়েছে গনতন্ত্রকে গুন্ডা তন্ত্রে বদল করা হয়েছে। দূর্নীতির বিরুদ্ধে এক সংগ্রাম চলছে ৪ঠা জুন যখন ফলাফল ঘোষনা হবে তখন দেখবেন তৃনমূল সাফ হয়ে যাবে বিজেপি জয়ী হবে।চার জুন দিদিকা ছিনে গা শুকুন।

সন্দেশখালি নিয়ে স্টিং অপারেশন প্রসঙ্গে বলেন, পাগলের মত হয়ে সত্যিকে না মানার চেষ্টায় অসফল এক চেষ্টা করে আরেকটা পাপ করছে তৃনমূল। গোটা রাজ্য জানে গোটা দেশ জানে মা মেয়ে বোনের যে সম্মান আছে তার উপর পাপ হয়েছে। যা বাংলার মানুষ দেশের মানুষ কখনো স্বীকার করবে না। মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি এক চর্চিত বিষয় ছিল, যা তার আমলেই হয়েছিল। সে প্রসঙ্গে শিবরাজ বলেন, এমন কোন দুর্নীতি হয়নি সেটা সুপ্রিম কোর্টও দেখেছে। আর এখানে তো ধারাবাহিক দূর্নীতি হয়েছে। রেশন, শিক্ষা, নারোদ, সারদা সব প্রকল্পে দুর্নীতি মিলবে। মমতার দুর্নীতির লঙ্কাকে জ্বালিয়ে শেষ করবে জনতার ভোট। টিএমসি হল তুষ্টি করন, মাফিয়া করাপশন।