এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার, রাজ্যপালকেও আক্রমণ।


হাওড়া, ১১ মে:- জগৎবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার, রাজ্যপালকেও তীব্র আক্রমণ। মোদীর বিরুদ্ধে ফের মিথ্যাচারের অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে হাওড়ার জগৎবল্লভপুরে বড়্গাছিয়া হসপিটাল গ্রাউন্ডে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, বিজেপি শুধু মিথ্যা কথা বলছে। বিজেপি হারলে তবেই দেশ বাঁচবে। বাড়ি বাড়ি পানীয় জল আমরাই পৌঁছে দিয়েছি।

আর বিজেপি মিথ্যা প্রচার করছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি ওরা খেয়ে নিতে চেয়েছিল। আসলে ওরা চাকরিখেকো বাঘ। মমতা বলেন, আমরা এখানে এনআরসি, ক্যা লাগু করতে দেবো না। আমরা সবাই নাগরিক। আমরা সবাই বাংলায় একসাথে থাকব। বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে। মানুষ বিক্রি হয়ে যাবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই সভা থেকে ফের রাজ্যপালকেও এদিন আক্রমণ করেন মমতা। মমতা আরও বলেন, বিজেপি ১০০ দিনের টাকা দেয়নি। লক্ষীর ভান্ডার বন্ধ করে দেবে বলে হুমকি দিচ্ছে। ক্ষমতা থাকলে ওরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখাক।