এই মুহূর্তে জেলা

বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পান্ডুয়া থানায় বিক্ষোভ বিজেপির।

হুগলি, ৮ মে:- বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু দুই কিশোর জখম হওয়ার ঘটনা এবং গতকাল এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনার সঠিক তদন্ত চেয়ে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির। গত ৬ ই মে পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লীতে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। তাতে রাজ বিশ্বাস নামে এক কিশোরের মৃত্যু হয়। রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী গুরুতর আহত হয়। তাদের চুঁচুড়া ইমামবাড়া থেকে গতকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় রূপম বল্লবের মাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে গতকাল পান্ডুয়ার চাঁপাহাটি এলাকায় চাষের জমি থেকে এক মহিলার মৃতদে উদ্ধার হয়।

সেই মহিলার পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ওই মহিলার। যদিও তা মানতে রাজি নয় বিজেপি। দুটি ঘটনার ক্ষেত্রেই পান্ডুয়া থানার পুলিশ মোটিভ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়। তার সন্দেহ ঘটনা যা ঘটেছে পুলিশ সেটা জানাতে চাইছে না। তাই তারা সঠিক তদন্ত দাবি করছেন। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলেছেন। দুটি ঘটনারই সঠিক তদন্ত দাবি করে আজ পান্ডুয়া থানায় যায় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ ব্যারিকেড দিয়ে থানার সামনে ঘিরে রাখে। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেখানেই অবস্থান শুরু হয়। বিজেপির অবস্থানে যোগ দিতে দেখা যায় বোমা ফেটে মৃত কিশোরের মাকে।