এই মুহূর্তে জেলা

রুটির একটা দিক আগুনে বেশিক্ষণ থাকলে জ্বলে যায়-দীপ্সিতা।


হুগলি, ৪ মে:- রুটির একটা দিক আগুনে বেশিক্ষন থাকলে জ্বলে যায়,
সরকারটাও তেমন একটা রাজনৈতিক দল অনেক দিন সরকারে বসে থাকলে সেটাও আর কাজের থাকে না। তাই গনতন্ত্রের নিয়ম মেনে সরকারকে নেতাকে মন্ত্রীকে একটু উল্টে পাল্টে দেওয়ার ডাক দিয়ে ভোট প্রচার দীপ্সিতা ধরের। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর বৈদ্যবাটী পৌরসভার ৪ ও ২০ নম্বর ওয়ার্ডে সকাল সকাল প্রচার করেন। দলীয় কর্মী সমর্থক ও কংগ্রেস কর্মিদের নিয়ে টোটোয় চেপে প্রচারে বের হন বাম প্রার্থী। প্রচার শুরু হয় চাতরা এলাকা থেকে শেষ হয় নেতাজীস্কুলের সামনে।

দীপ্সিতা বলেন, মায়েরা যখন রুটি করে তখন রুটির একটা দিক কখনো আগুনে বেশিক্ষণ রাখে না উল্টাতে পাল্টাতে থাকে। যাতে রুটিটা দুদিক থেকেই তৈরি হয়ে যায় এবং সুস্বাদু হয়। একটা দিক আগুনে বেশিক্ষণ থাকলে সেদিকটা জ্বলে যায়। সরকার টাও তেমন। একটা রাজনৈতিক দল অনেক দিন সরকারে বসে থাকলে সেটা আবার কাজের থাকে না। তাই আসুন প্রত্যেককে কাজ করতে দিই। এবং যে মানুষ কাজ করবে না, কোনো এলাকা কারো পৈত্রিক সম্পত্তি নয়। আপনি আমার সাধারন মানুষের পাশে না দাঁড়ালে আপনাকেও যদি বদলে দিতে পারি, গনতন্ত্রের এই অমোঘ সত্যটিকে সবার কাছে পৌঁছে দিই।