এই মুহূর্তে জেলা

নাকায় ধরা পরল মদের বোতল, ভোটারদের প্রভাবিত করতেই এই মদ পাচার দাবি লকেটের।


হুগলি, ৪ মে:- পোলবার কোরোলায় নাকা চেকিং এ আটক একটি গাড়ি সমেত কয়েক’শ বোতল মদ।সেসময় লকেট চট্টোপাধ্যায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে গাড়িটিতে রাখা ট্রলি ব্যাগে তল্লাসী শুরু করেন। জামা কাপরের তলায় রাখা মদের বোতল ভরা ট্রলি ব্যাগ টেনে রাস্তায় ফেলে দেন লকেট। গাড়ি চালককে জিজ্ঞাসা করেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এত পরিমানে মদ। চালক জানান তাকে হাওড়া থেকে ভাড়া করা হয়েছে ব্যন্ডেল স্টেশন ছেড়ে দেওয়ার জন্য। ব্যান্ডেল স্টেশনের কিছুটা আগে এসএসটি নাকায় ধরা পরে গাড়ি। পুলিশ দেখে দুই আরোহী পালিয়ে যায়।এক আরোহী লকেট চট্টোপাধ্যায়কে জানান বিহারে তাদের বিয়ে আছে তাই মদ নিয়ে যাচ্ছেন।

তারাও বিজেপি করেন। বিহারে বিয়েবাড়ির জন্য ওই মদ নিয়ে যাওয়া হচ্ছে শুনে অগ্নিশর্মা হন লকেট। বলেন এক থাপ্পর মারব। এখন নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করতে এই মদ কাজে লাগানো হত বলে অভিযোগ তার। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশীষ সেনকে ফোন করেও বিষয়টি জানান বিজেপি প্রার্থী। পুলিশ সূত্রে খবর,নাকা চেকিং এ গাড়ি আটকে তল্লাসীতে ধরা পরে মদ। কোনো চালান দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করার কাজ চলছিল তখনই ওই পথ দিয়ে যেতে গিয়ে দেখে গাড়ি থামান লকেট চট্টোপাধ্যায়।