কলকাতা, ৪ মে:- সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, ‘বাংলায় রাজনীতি এত নিকৃষ্ট মানের হতে পারে সেটা ভাবতে পারিনি। সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির বানান।’বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘বাংলাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। এতদিন বিজেপিকে বাংলা বিরোধী দল এমনি বলিনি। বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে বিজেপি। স্বাধীনতার পরবর্তী সময় থেকে যত রাজনৈতিক দল আছে, আজকের এই ভিডিয়োটি সমস্ত নির্লজ্জতার সীমা পার করে দিয়েছে।’ অন্যদিকে সন্দেশখালির ভিডিও নিয়ে সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নদীয়ায় নির্বাচনী সভা থেকে বলেন, সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলেছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে।’
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। আর সেখানে গিয়ে জনরোষের সম্মুখীন হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা নিয়ে উত্তাল রাজ্য- রাজনীতি। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল একটি ঘরে চেয়ারের ওপরে বসে আছেন। কেউ বা কারা তাঁকে সন্দেশখালির ঘটনাটি নিয়ে প্রশ্ন করে চলেছেন। তিনি আড্ডার ছলে প্রশ্নকর্তার সঙ্গে কথা বলছেন। বার বার উঠে আসছে শুভেন্দুর নাম। গঙ্গাধর বলছেন, ‘এই আন্দোলন এত দিন টিকে আছে কেন? তিনটে ছেলে এ দিক ও দিক যাচ্ছে, গোটা বিষয়টি পরিচালনা করছে। শুভেন্দুর আমাদের ওপরে আস্থা আছে। শুভেন্দু এক বার ঘুরে গিয়েছে, তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে।’ ভিডিয়োতে তাঁকে স্বীকার করতে শোনা গিয়েছে, শুভেন্দু টাকা এবং মোবাইল ফোন দিয়ে গিয়েছেন তাঁদের। কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না। আর সেই স্বীকারোক্তির জেরেই এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।