হুগলি, ৪ মে:- সিঙ্গুর থানার পুলিশ গতকাল রাতে শ্রীরামপুর- জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারী এলাকায় নাকা চেকিং পয়েন্টে ধরা পড়ে টাকা সমেত গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, কোলকাতা থেকে সাদা ইনোভা গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে প্রীতম হালদার নামে এক ব্যাক্তি কয়েকটি খামে করে ৫০০ টাকার নোট নিয়ে ডানকুনির দিকে যাওয়ার সময় আটক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ হাজারের বেশি টাকা নিয়ে যাওয়া যাবে না। তবে আটক করা টাকার মালিক জানিয়েছে কোম্পানির শ্রমিকদের মাস মাহিনা নিয়ে যাওয়া হচ্ছিল। সিঙ্গুর থানার পুলিশ আটক করা টাকা ও গাড়ির আলাদা আলাদা কেস দায়ের করেছে।