হাওড়া, ২ মে:- তীব্র তাপপ্রবাহে শুধু মানুষ নয়, জেরবার অবস্থা অবলা প্রাণীদেরও। বিশেষ করে রাস্তার কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নাজেহাল অবস্থা। মূলত এদের পাশে দাঁড়াতে হাওড়া শহরে এবার এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবে হাওড়া পুরসভা।
রাস্তার প্রাণীদের জলকষ্ট মেটাতে তাদের জন্য এই গরমের সময় বিশেষ পাত্র রাখার ব্যবস্থা করা হবে বিভিন্ন রাস্তায়, পাড়ার অলিগলিতে। সেই পাত্রে দেওয়া হবে পানীয় জল। যাতে পথ কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীরা সেই জল পান করে তৃষ্ণা মেটাতে পারে।