নরেন্দ্রপুর, ২ মে:- মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়।
সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় নৈরিত রঞ্জন পাল (৬৯১) ষষ্ঠ অলিভ গায়েন (৬৮৮) সপ্তম আলেখ্য মাইতি (৬৮৭) নবম ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত (৬৮৫) দশম শুভ্রকান্তি জন (৬৮৪) এছাড়া সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অষ্টম সন্দীপন মান্না (৬৮৬) নবম ঈশান বিশ্বাস (৬৮৫)