হাওড়া, ৩০ এপ্রিল:- তীব্র দাবদাহের মধ্যেই ডা: রথীন চক্রবর্তীর মনোনয়ন পেশ উপলক্ষে বিজেপির বর্ণাঢ্য র্যালি হলো হাওড়ায়। আজ হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন ডা: রথীন চক্রবর্তী। দুপুর ১টা নাগাদ জেলাশাসক অফিসে গিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের সামনে জমায়েতের পর শুরু হয়েছে রথীনকে নিয়ে বর্ণাঢ্য র্যালি।
ঘোড়ার গাড়ি, জীবন্ত মডেল, দলীয় পতাকা, বেলুন দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে ডুমুরজলা স্টেডিয়াম থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত র্যালির গোটা যাত্রাপথ। উল্লেখ্য, আজ দুপুরে মনোনয়ন জমা দেবেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও।