হুগলি, ২৯ এপ্রিল:- বিরোধী দলনেতা হিসাবে আমি চাই মন্ত্রী সভার সমস্ত সদস্য জেলে যাক। এই সমস্যা তৈরী করেছে মমতা ব্যানার্জী। এরজন্য দায়ী রাজ্য সরকার। কারণ অতিরিক্ত শিক্ষক পদ তৈরি করে অযোগ্য, যাদের omr শিটে শূন্য রয়েছে, সেই প্রার্থীদের চাকরী দিয়েছে।
আর সবচেয়ে বড় অপরাধ করেছে স্কুল সার্ভিস কমিশন। দায়ী বিরোধীরা নয়। আইনজীবীরা দায়ী নয়। প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের জন্য লড়াই করেছে। আমাদের সহানুভূতি প্রত্যেকের সঙ্গে আছে ও থাকবে। আজ ধনেখালী নির্বাচনী সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন শুভেন্দু অধিকারী।