এই মুহূর্তে জেলা

তীব্র দাবদাহ থেকে বাঁচতে হুগলি গ্রামীনে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হল সরঞ্জাম।

হুগলি, ২৯ এপ্রিল:- জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। গরমে নাজেহাল জেলাবাসী। সঙ্গে আরো গরমে আরো বেশি কষ্টের মধ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ। চড়া রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছে ট্রাফিক গার্ড। সেই কারণে হুগলি জেলা গ্রামীন পুলিশ সুপারের উদ্যোগে জেলা ডিএসপি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় হুগলি গ্রামীন পুলিশের ৫ টি ট্রাফিক গার্ড এর ১০০ জন পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হল ছাতা, হেলমেট, ব্যাগ, ওয়ারেশ।

এদিন গ্রামীন পুলিশ সুপার অফিসের সামনে জলছত্র করা হয়েছিল। সেই জলছত্র থেকে ঠান্ডা ওয়ারেশ মিশ্রিত পানীয় জল খাওয়ানো হয় পথচলতি মানুষকে। বাদ যায়নি গাড়িতে থাকা আরোহীদের।