এই মুহূর্তে কলকাতা

সুসজ্জিত বন্যার্ধ পদযাত্রায় রবিবাসরীয় প্রচার সুজনের।

কলকাতা, ২৮ এপ্রিল:- আগামী ১লা জুন ১৮ তম লোকসভা নির্বাচন শেষ দফা ভোট আর মাত্র হাতে গোনা কটা দিন। আজ রবিবাসরীয় প্রচার করলেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী ঢাক সহ সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে রবিবারের সকালের প্রচার এবং জনসংযোগ সারলেন মহা মিছিলের মধ্যে দিয়ে। এই সুসজ্জিত বর্ণাঢ্য মহা মিছিল শুরু হয় দমদম স্টেশনের পূর্ব দিকের দমদম রোড থেকে দমদম রোড ধরে নাগেরবাজার মোড় সেখান থেকে আর এন গুহ রোড দিয়ে গিয়ে শেষ হয় কুমোর পাড়ায়। প্রায় ৭ কিলোমিটার পথ এই রবিবারের সকালে বর্ণাঢ্য এবং সুসজ্জিত মহা মিছিল সংঘটিত হয়।

এই মহা মিছিলে সুজন চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন প্রচারে সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত, রেখা গোস্বামী, পলাশ দাশ, সোমনাথ ভট্টাচার্য, সোমা চক্রবর্তী (দাস), দেব শংকর রায় চৌধুরী, জাতীয় কংগ্রেসের রাজ্যের নেতৃত্ব তাপস মজুমদার, গোপাল দাস বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিমল চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, সর্বভারতীয় ছাত্র নেত্রী ঐশী ঘোষ, ঐশী চক্রবর্তী, শৈলেন মাকরা সহ বামফ্রন্টের নেতৃত্ব এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। সিপিআইএম নেতৃত্ব কর্মী, ছাত্র যুব মহিলা সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা আজকের এই মহা মিছিলে অংশগ্রহণ করে এবং দমদম রোড বা আরএন গুহ রোড দিয়ে যাওয়ার সময় প্রচুর মানুষ পথ চলতি মানুষ এগিয়ে এসে সুজন চক্রবর্তীর সাথে কথা বলেন পরিচয় বিনিময় করেন।