এই মুহূর্তে জেলা

হাওড়ায় বহুতল আবাসনে বিধ্বংসী আগুন।

হাওড়া, ২৩ এপ্রিল:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার নন্দীবাগানে বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ওই ঘটনা ঘটে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহতলের বাসিন্দারা। হতাহতের খবর নেই। দমকলের তৎপরতায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা বেশ কয়েকটি গাড়ি আগুনে ঝলসে যায়।

তিনটি বাড়ি ভস্মীভূত হয় এই ঘটনায়। ঘিঞ্জি এলাকার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কীভাবে আগুন লাগলো জানা যায়নি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি জানান, ওই আবাসনে ৮৪টি পরিবার থাকেন। তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের পাশে আমরা রয়েছি।