এই মুহূর্তে জেলা

বিবেকানন্দ সেজে ফুটপাতবাসী মানুষের হাতে শীতবস্ত্র প্রদান তৃণমূলের।

হাওড়া, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দকে অভিনব শ্রদ্ধার্ঘ্য দক্ষিণ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের। মঙ্গলবার মধ্যরাতে বিবেকানন্দের বেশে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা ফুটপাতে রাস্তায় বসবাসকারী দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কনকনে শীতের রাতে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের জীবন্ত প্রতিমূর্তি স্বরূপ তাঁরই বেশে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে মধ্যরাতে শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয়। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম দাস জানান, বুধবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার মধ্যরাতে আমরা বিভিন্ন এলাকার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি।

স্বামীজীর জীবন্ত প্রতিমূর্তি স্বরূপ স্বামীজীরই বেশে তাঁর হাত দিয়েই অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি। হাওড়ার কাজীপাড়া মোড় থেকে শুরু করে শালিমার, দানেশ শেখ লেন পর্যন্ত আমরা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করেছি। এরপর রামকৃষ্ণপুর ঘাট, তেলঘাট প্রভৃতি এলাকায় রাস্তার ধারে যারা রাত্রিযাপন করেন তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।