প্রদীপ বসু, ২২ এপ্রিল:- হুগলি স্টেশনে তীব্র তাপদাহতে আক্রান্ত হয় মৃত্যু হল এক ভবঘুরের। আজ হুগলি স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে এমনই এক চিত্র ধরা পরে। স্থানীয় সূত্রের খবর বছর ৫৫ ওই প্রৌড় গতকাল রাত্রে ওইখানে ছিল। স্থানীয় এক দোকানদার জানান গতকাল রাত্রে একটি কেক ও জল দেওয়া হয় তাকে। আজ সকাল থেকে স্টেশনেই ছিলেন ওই প্রৌঢ়। সকালে টিফিন খেতে দিয়েছিলেন তিনি কিন্তু ওই ভবঘুরে আর টিফিন খেতে চাননি। সকাল থেকে বসে থাকার পর ওই ব্যক্তিকে কোন চলাফেরা করতে না দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে খবর দেন।
তারপর জিআরপি কর্মীরা স্টেশন চত্বরে হাজির হয়ে যান। পাশাপাশি হাজির হন চিকিৎসকরা। চিকিৎসকরা ঘোষণা করেছেন ওই ভবঘুরে মারা গেছেন। তারপর ওই ভবঘুরের মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ঠিক কিভাবে ওই ভবঘুরের মৃত্যু হয়েছে তা সঠিক কারো না জানা গেলেও তীব্র এই গরমে সানস্ট্রোক মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।