হুগলি, ২১ এপ্রিল:- আজ হুগলি বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের লকেট চট্টোপাধ্যায় জানান, তৃনমূল হরিপাল সিঙ্গুরে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মানি ব্যাগ দিচ্ছে। ব্যাগে কি ছিল তা মহিলারা বলতে চাননি।তবে এর মধ্যে টাকাই থাকবে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে।ব্যাগে লেখা আছে নববর্ষের উপহার। এই রকম উপহার তো অনেকেই দিতে পারে। কিন্তু এখন নির্বাচন আচরন বিধি চালু আছে সেই বিধি ভঙ্গ করা হয়েছে। আমরা কমিশনে নালিশ জানাবো। লকেট এদিন আরও একটি চিঠি দেখিয়ে বলেন, নিয়োগ দূর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল গ্রেফতার হয়েছে। অয়নকে টাকা তুলে দিয়েছিল তৃনমূলের অনেকেই।
তাদের মধ্যে দেবানন্দপুর পুরের তৃনমূল নেতা শ্রীকুমার চট্টোপাধ্যায় ছিলেন। চাকরি দিতে না পারায় শ্রীকুমার (গুরু দা) তার ছেলে রূপকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে আত্মহত্যা করেন। অয়ন শীলকে ইডি গ্রেফতার করলেও পরে সিবিআই এর হাতে যায়। সেই মামলায় তিনজনকে সিবিআই নোটিশ করেছে স্বাক্ষি হিসাবে। গত ১৭ ও ১৮ তারিখে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় তাদের। সেই নোটিশ দেখিয়ে লকেট অভিযোগ করেন তৃনমূলের আরও অনেকে নিয়োগ দূর্নীতিতে যুক্ত আছে।চুঁচুড়া মগড়া ব্লক তৃনমূল সভাপতি তাপস চক্রবর্তী চুঁচুড়ার বিধায়কের নামও আসবে বলে দাবী করেন লকেট চট্টোপাধ্যায়।