এই মুহূর্তে জেলা

হাওড়ায় নির্বাচনী প্রস্তুতি ঘুরে দেখে গেলেন সিপি, ডিএম-সহ প্রশাসনের আধিকারিকরা।

হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে নির্বাচনী প্রস্তুতি ঘুরে দেখে গেলেন জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা। আগামী ২০মে হাওড়ায় লোকসভা নির্বাচনে ভোট দেবেন হাওড়া সদরের ৭টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১৫ লক্ষাধিক ভোটার। সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন পরিচালনার জন্য সবকটি বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথগুলি পরিদর্শন করছেন কমিশনের আধিকারিকরা। শনিবার বেলা ১টা নাগাদ হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া ও পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠী বেলুড়ের লালবাবা কলেজ পরিদর্শনে আসেন।

এদিন জেলাশাসক বলেন, সবকটি বিধানসভা কেন্দ্রের বুথগুলির পরিকাঠামো আমরা পরিদর্শন করছি। সেখানে সব ব্যবস্থা ঠিক আছে কিনা এসব দেখা হচ্ছে। পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠী বলেন, আজ আমরা কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় নজরদারি করেছি। আজ জগাছায় যাওয়া হয়েছিল। অনেক বেশি বুথ আছে এমন ভোটকেন্দ্রগুলিও ঘুরে দেখা হচ্ছে। সেখানে ভোটারদের সুযোগ সুবিধা ও ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।