হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে করা হবে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া মহানগরের সভাপতি ইন্দ্র দেও দুবে। তিনি জানান, হাইকোর্টের নির্দেশে ২০০ জনকে নিয়েই তাঁদের রামনবমীর শোভাযাত্রা করা হবে। বি ই কলেজের ১নং গেট থেকে শুরু করে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত শোভাযাত্রা হবে।
কাজীপাড়া, জি টি রোড, সন্ধ্যাবাজার হয়েই র্যালি যাবে। তবে, যদি ভক্তের সংখ্যা অনেক বেশি হয় তাহলে বাকি মানুষকে ফোরশোর রোড হয়ে রামকৃষ্ণপুর ঘাটের দিকে পাঠিয়ে দেওয়া হবে। রামকৃষ্ণপুর ঘাটে সকলে আরতি দর্শন করতে পারবেন। পুলিশের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের ভলেন্টিয়াররাও সেদিন পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই শোভাযাত্রা করা হবে।