এই মুহূর্তে জেলা

নিয়ম না মেনে নির্মানের অভিযোগ তুলে নবগ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপির।

হুগলি, ১৫ এপ্রিল:- চার দিন আগে কোন্নগরের নবগ্রামে নবচক্র পাড়ায় বহুতলের নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় দুই জনের।নিয়ম না মেনে আবাসন তৈরির বিরুদ্ধে নবগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির। তাদের দাবি বেআইনিভাবে কোন্নগরে বিভিন্ন আবাসন তৈরি হয়েছে এবং বর্তমানেও একাধিক নির্মাণের কাজ চলছে যেখানে কোনরকম অনুমতি পত্র ছাড়াই কাজ চলছে। অবিলম্বে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আগের দিনে দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এই নিয়েই পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস জানান নতুন বোর্ডে সেরকম কোন আবাসন তৈরীর জন্য আবেদন করা হয়নি যে সমস্ত কাজ চলছে সেগুলো আগে থেকেই হচ্ছিল। যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, আমি সেদিনও সেখানে ছিলাম আমরা চেষ্টা করছি যাতে সব রকম সহযোগিতা করা যায় এবং তাদের পরিবারকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়া যায়। আজ বিজেপির পক্ষ থেকে এখানে অবস্থান বিক্ষোভ করছে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করছে এই নিয়ে আমার কিছু বলার নেই।