হুগলি, ১২ এপ্রিল:- আজ পান্ডুয়ার হরাল শিবমন্দিরতলায় ভোট প্রচারে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। উপস্থিত গ্রামবাসীদের নীলষষ্ঠীর শুভেচ্ছা জানান। গ্রামবাসীরা প্রার্থীকে সামনে পেয়ে অভাব অভিযোগের কথা জানান। হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম গুলোতে পানীয় জলের সমস্যা রয়েছে। গরম পড়লে তা তীব্র হয়। পানীয় জলের দাবী জানান গ্রামবাসীরা।গ্রামের রাস্তাটারও অবস্থা শোচনীয়। দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে চলাচলে অসুবিধা হয়। পাশাপাশি আবাস যোজনার ঘর অনেকেই পায়নি বলে দাবী তাদের। লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃনমূল এত দূর্নীতি করেছে যে সাধারন মানুষের নুন্যতম চাহিদা গুলো পূরন করেনি। কেন্দ্র সরকার জল দেয় আবাস দেয় সেগুলো এরা দেয়নি। তাইএই অবস্থার পরিবর্তন দরকার।
কেন্দ্রে মোদি সরকার যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গও যেন পিছিয়ে না থাকে। কি আশ্বাস দিলেন বিদায়ী সাংসদ, গ্রামবাসী লক্ষ্মীনারায়ণ বাগ পার্বতী বাড়ুইরা বলেন, দিদিকে জল রাস্তা ঘরের কথা বললাম দিদি বললেন ভোট দাও। তৃণমূলের হুগলী সাংগঠনিক জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। পান্ডুয়া ব্লকে কোথাও পানীয় জলের সমস্যা আছে বলে আমার জানা নেই আর ওই এলাকায় যদি থাকে তারা পঞ্চায়েতে জানাক। আর পান্ডুয়ার রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হয়েছে সবাই তাকে দেখছে এবং তারিফ করছে। যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা তৃণমূলের কেউ নয়। কারণ গত বিধানসভা নির্বাচনে এক লক্ষের বেশি মানুষ তৃণমূল পার্থীকে সমর্থন করেছিলেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মাধ্যমে সেটা প্রমান হয়ে যাবে।