হুগলি, ৯ এপ্রিল:- চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভায় তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃনমূলের দুই নেতা। সম্বুদ্ধ দত্ত ও স্বরাজ ঘোষ। লকেট চট্টোপাধ্যায় তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। সম্বুদ্ধ তৃনমূল ছাত্র পরিষদের প্রাক্তন হুগলি জেলা সভাপতি। স্বরাজ ঘোষ তৃনমূল কিষান ক্ষেতমজুর সংগঠনের হুগলি জেলা সভাপতি ছিলেন।
দুই নেতার সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দেন। দুই নেতার যোগদান নিয়ে তৃনমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, বিজেপি ওয়াশিং মেশিন। যারা ওয়াশিং মেশিনে শুদ্ধ হতে যায় যাবে।মানুষ তৃনমূলের পাশে আছে। ভালোমন্দ বিচার মানুই করবে।