এই মুহূর্তে জেলা

লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, অভিযোগ তৃণমূলের দিকে।

হুগলি, ৬ এপ্রিল:- ভোটের প্রচার ও মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ত্রিবেনী ঘোষ পাড়ায় হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শনিবার রাতে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিজেপির অভিযোগ এ দিন বাঁশবেড়িয়ার ১৭নং ওয়ার্ড থেকে পুজো দিয়ে ফেরার সময় লকেট চট্টোপাধ্যায়ের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ চালায়।সেই হামলায় বাঁশবাড়িয়ার মহিলা নেত্রী ও এক কাউন্সিলর নেতৃত্বে লকেটের গাড়ির উপর লাঠি ইট মারা হয় বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী আহত হয়েছে।

প্রতিবাদে পথ অবরোধ করা হয় বিটিপিএসের সামনে।লকেট চট্টোপাধ্যায় বলেন,আমি বারংবার বলেছি গোটা হুগলি জুড়ে তৃণমূল মাফিয়ারাজ কায়েম করেছে। তাই আমাকে মায়ের পুজোতে যেতে বাধা দিলো তৃণমূলের গুণ্ডাবাহিনীরা। যেখানে প্রার্থীর সুরক্ষা নেই সেখানে সাধারণ ভোটারদের অবস্থা সম্পর্কে সকলেই বুঝতে পারছেন। হুগলিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য সমস্ত মাফিয়াদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।এবিষয়ে সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেন,আমি প্রচারে ব্যাস্ত আছি।আমি খোঁজ নিয়ে দেখছি।