এই মুহূর্তে জেলা

ভোটের মুখে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির ভিক্টোরিয়া জুট মিলে।

প্রদীপ বসু, ৬ এপ্রিল:- ভোটের মুখে ফের সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুললো ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। গেটের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতে।অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক ও তাদের পরিবার।

শ্রমিকদের দাবী উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ। স্পিনিং বিভাগের ৭ জন শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে।শ্রমিকদের বক্তব্য চায়না মেশিন বসানোর জন্য মিল বন্ধ করে দেওয়া হয়েছে।বিএমসিইউ ইউনিয়নের প্রতিনিধি জানিয়েছেন আমরা মালিক পক্ষ ও সব ইউনিয়ন মিলিত ভাবে সমষ্যা সমাধানের চেষ্টা করব।