হুগলি, ৬ এপ্রিল:- গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে হুগলি জেলা জুরে। ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান ঠিক রাখতে রক্তদান শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক মৃগাঙ্ক মৌলি কর রক্ত দান করে তার সূচনা করলেন। আজ পোলবা গ্রামীন হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্য কর্মি, নার্সিং স্টাফ থেকে আশা কর্মিরা রক্তদান করেন। এদিন শিবিরে রক্ত দেন মুখ্য স্বাস্থ্য আধিকারীক মৃগাঙ্ক মৌলি কর, ডেপুটি সিএমওএইচ ত্রিদিপ মুস্তাফি। মুখ্য স্বাস্থ্য আধিকারীক বলেন, এই গরমে রক্তের সংকট দেখা দিয়েছে। নির্বাচনের সময় রক্তদান শিবির কম হচ্ছে। তাই ঘাটতি মেটাতে স্বাস্থ্য দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ পোলবা হাসপাতালে হল।
আগামী নয় এপ্রিল সিএমওএইচ অফিসে হবে শিবির। জেলার অন্যান্য ব্লক হাসপাতালেও হবে। নির্বাচন পর্ব মিটতে এখনো দুই মাস আর এই সময় গরমও চলবে। তাই রক্তের চাহিদা মেটাতে বেশি করে শিবির প্রয়োজন। রাজনৈতিক দল গুলো ছাড়া বিভিন্ন ক্লাব সংগঠনকে রক্তদান শিবির করার আবেদন জানানো হয় স্বাস্থ্য দপ্তর থেকে। পোলবা গ্রামীন হাসপাতালের বিএমওএইচ কৌশিক মন্ডল বলেন, সিএমওএইচ স্যার সহ আধিকারীকরা রক্ত দেওয়ায় আমরা উৎসাহী হয়েছি। আমরা রক্তদাতাদের একটা করে মশারি আর গাছ দিয়েছি। কারন ডেঙ্গি থেকে রক্ষা করে মশারি তাই ডেঙ্গি থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মশারি দেওয়া হয়। পরিবেশ বাঁচাতে একটা করে গাছ দেওয়া হয়।
এদিনের শিবিরে ৫০ জন স্বাস্থ্য কর্মি রক্তদেন।