এই মুহূর্তে কলকাতা

ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।

কলকাতা, ৬ এপ্রিল:- পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজির কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট কতাল করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর এবং জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীর একাংশের হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, গ্রামবাসীদের হামলায় এনআইএ আধিকারিকদের গাড়ির কাচ ভেঙে যায়। দু’জন আধিকারিক জখমও হন। এনআইএ সূত্রের দাবি, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা।

সেখান থেকে দু’জন অভিযুক্তকে আটক করে গাড়িতে তোলার পরই গ্রামবাসীদের একাংশ হামলা চালায়। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় দুজন আধিকারিক জখম হয়েছেন। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি আটজনকে এনআইএ-র কলকাতার দফতরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তরা হাজিরা না দেওয়ায় শনিবার ভোরে গ্রামে পৌঁছন তদন্তকারীরা। ইতিমধ্যে ভূপতিনগর থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফাটে। গ্রামবাসীদের হামলায় জখম হন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও।ভোটের মুখে রাজ্যে এনআইএর উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। শনিবারেই পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর ও জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। একইসঙ্গে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ও নবান্নর থেকেও।