হাওড়া, ৩ এপ্রিল:- লিলুয়ার পর এবার হাওড়ার ব্যাঁটরা। বুধবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যাঁটরা থানা এলাকায়। এদিন বৃন্দাবন মল্লিক লেনের একটি ‘মাল টেম্পার’ কারখানায় সকাল পৌনে ৯টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, দমকলের তৎপরতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এরকম ঘিঞ্জি এলাকায় এই ধরনের কারখানা চলতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা।