হাওড়া, ২ এপ্রিল:- গরম পড়তেই জলের হাহাকার হাওড়া পুর এলাকায়। এর জেরে মঙ্গলবার সকালে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে কালী কুন্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলারা এদিন পথে নামেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরম পড়তেই জল সঙ্কট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। সামান্য জল যেটুকু সময়ে আসে তাতেও জলে পোকামাকড় মেলে। তা পান করার অযোগ্য। খোদ মন্ত্রীর ওয়ার্ডেই এই জল সঙ্কটের জেরে অবরোধের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র পারিষদ সদস্য শ্যামল মিত্র।
তিনিও স্বীকার করে নেন স্থানীয়দের অভিযোগ যথাযথ। তবে, পুরসভা আজই এ বিষয়ে সমস্যা মেটানোর জন্য কাজ শুরু করেছে। এদিন খবর পেয়ে পুর প্রযুক্তিবিদরাও ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘক্ষণ অবরোধের পর পুর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। তবে অবরোধের জেরে সকালে অফিস টাইমে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।