কলকাতা, ২৭ মার্চ:- রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফার জন্য ২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ এপ্রিল আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে। তার মধ্যে প্রথম দফার জন্য ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট নেওয়া হবে। কমিশন জানিয়েছে, কোচবিহারে থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৬ কোম্পানি বাহিনী থাকবে আলিপুরদুয়ারে।
জলপাইগুড়িতে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আরও ২ কোম্পানি বাহিনী রাখা হবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এখনও পর্যন্ত রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ওই বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে ওই বাহিনীর অবস্থান এবং গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে। সকাল ১০টার মধ্যে বাহিনী সংক্রান্ত রিপোর্ট ইমেল মারফত পাঠাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকে।