হাওড়া, ২১ মার্চ:- ১৬নং জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে গেল দশ চাকার একটি মোবিল বোঝাই লরি, ব্যাপক যানজট। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দশ চাকার মোবিল ড্রাম বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে বিপত্তি ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে হাওড়ার ১৬নং জাতীয় সড়কে জঙ্গলপাড়ার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় ঘন্টা চারেক বাদে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দাঁড়িয়ে থাকা লরিতে কি ভাবে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে।
আগুনের জেরে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের সার্ভিস রোড। দমকল সূত্রের খবর, এদিন ভোর ৪-৩৫ নাগাদ ওই আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সকালে সোয়া আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের খবর নেই। ওই দশ চাকার লরিতে প্রায় ৮০ হাজার লিটার মোবিল ড্রাম ছিল। অনুমান, ওই ড্রাম ফেটে প্রবল বিস্ফোরণে আগুন ধরে যায়। জ্বলতে থাকে লরিটি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।