এই মুহূর্তে কলকাতা

২৪ ঘণ্টার মধ্যেই ফের ডিজি বদল, এবার এলেন সঞ্জয় মুখোপাধ্যায়।


কলকাতা, ১৯ মার্চ:- ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্য পুলিশের মহা নির্দেশক বদল হতে চলেছে। সঞ্জয় মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগের জন্য আজ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৯৮৯ ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজি পদে রয়েছেন। গতকাল রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম পাঠানো হয়। সেখান থেকে বিবেক সহায়ের নাম বেছে নেয় কমিশন। সেই মত আজ বিবেক সহায় ডিজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু আজ পুনরায় নির্দেশিকা জারি করে সঞ্জয় মুখোপাধ্যায়কে নতুন ডিজি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সিনিয়রিটি র নিরিখে বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি হিসাবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। এদিকে ৩১ মে বিবেক সহায়ের অবসর নেওয়ার কথা। সে ক্ষেত্রে ভোট পর্ব চলাকালীনই তাকে অবসর নিতে হতো। সেই কারণেই একদিনের মধ্যে সিদ্ধান্ত বদল করে ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের প্রস্তাবের তিন নামের মধ্যে থেকে ডিজিপি হিসেবে সঞ্জয়ের নামেই মঙ্গলবার চূড়ান্ত সিলমোহর দিল কমিশন। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দেয় নির্বাচন কমিশন। যেখানে জানানো হয়, রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয়কে বসানোর অনুমতি দিয়েছে কমিশন। মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে তাঁকে ডিজির দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।