হুগলি, ১৯ মার্চ:- হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের চতুর্থ দিন। আজ চন্দননগরে। বোড়াইচন্ডী মন্দিরে পুজো দিয়ে, পাশের মাজারে চাদর চরিয়ে প্রচার শুরু করেন হুগলির তৃনমূল প্রার্থী। তারকা প্রার্থীকে দেখতে যথারীতি ভীর জমে রাস্তার দুধারে। বোড়াইচন্ডীতলা থেকে বেরিয়ে বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার, উর্দ্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন রচনা।
পরে স্বাগতম লজে একতা ভোজে অংশ নেন। বিকালে চন্দননগরে কর্মিসভাও করবেন রচনা। বন্দ্যোপাধ্যায়। রচনা বলেন, আমি নাম করে নিয়েছি, খ্যতি আছে, এখন যদি শেষের দিকটা জীবনের শেষ পনেরো কুড়িটা বছর মানুষের জন্য কিছু করতে পারি তাহলে আমি খুশি হব। জীবনে আমার আর কিছু পাওয়ার নেই। আমি দিদি নম্বর এক হতেই হুগলিতে এসেছি। মানুষের প্রতি আস্থা বিশ্বাস আছে তাই বলছি আমি জিতব।