কলকাতা, ১৮ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে। তাকে নির্বাচন সংক্রান্ত কোনো পদে রাখা যাবে না বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। নতুন ডিজি না নিযুক্ত হওয়া পর্যন্ত রাজ্যের কোন একজন সিনিয়র পুলিশকর্তাকে আপাতত ওই পদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে রাজ্য পুলিশের পরবর্তী মহা নির্দেশক নিযুক্ত করার জন্য রাজ্য সরকারের কাছে তিনটি নাম চেয়েছে নির্বাচন কমিশন। আজ বিকেল পাঁচটার মধ্যে ওই তিনটি নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।