এই মুহূর্তে কলকাতা

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ৫ বিধানসভাকে স্পর্শকাতর চিহ্নিত কমিশনের।

কলকাতা, ১৭ মার্চ:- কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের পাঁচ বিধানসভা কে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।উত্তর কলকাতার চৌরঙ্গী, এন্টালি, জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরকে ইতিমধ্যে জানানো হয়েছে, নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে জারি হবে ১৪৪ ধারা। আইন-শৃঙ্খলা নিয়ে পরবর্তীকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবহিত করা হবে। রবিবার জেলা নির্বাচনী আধিকারিক কলকাতা উত্তরের দায়িত্বে থাকা সুভাঞ্জন দাস এই খবর জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আদর্শ আচরণ বিধি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কলকাতা উত্তর লোকসভায় সাতটি বিধানসভা কেন্দ্রে ৫৭৭ টি পোলিং স্টেশন রয়েছে। ২০২৩ সালে মোট ৪১ হাজার ৮৮৮টি ভোটার নাম বাতিল হয়েছে। ফর্ম ১২ ডি থাকছে ৮৫ বছরের মধ্যে যে ভোটাররা আছেন, তারা যাতে ভোেট দিতে পারেন তার জন্য। কলকাতা উত্তরে মডেল পোলিং স্টেশন হচ্ছে। এর পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের জন্য থাকতে টয়লেট। প্রার্থী পিছু প্রচারের জন্য খরচ করার পরিমাণ ৯৫ লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। ভিডিও সার্ভেলেন্স টিম এবং একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে।

ভোটারদের হেল্পলাইন নম্বর হল১৯৫০। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত খবর পাওয়া যাবে। যেকোনো তথ্য জানতে ইলেকশন কলকাতা নর্থ ডটকমে ভিজিট করা যাবে। ইতিমধ্যে এ আর ও স্তরে ৬৪ টি মিটিং এবং ডি আরও স্তরে দশটি মিটিং হয়েছে। উত্তর কলকাতার জন্য প্রথমে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে পরে দফায় দফায় আরো পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে কলকাতা উত্তর এলাকায় মোতায়েন রয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর সোমবার প্রথমবার বিকেল সাড়ে তিনটের সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবে কমিশন। নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে ১৪৪ ধারা বলবৎ লাগবে পুলিশ। আইনশৃঙ্খলা জনিত বাকি তথ্য পরবর্তীকালে জানানো হবে বলে, রবিবার সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনী আধিকারিক সুভাঞ্জন দাস জানান।