এই মুহূর্তে কলকাতা

বিধায়ক ও মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলের অনুমোদন রাজ্যপালের।

কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটিকে অনুমোদন দিয়েছেন। রাজ্যপাল ওই বিলে স্বাক্ষর করেছেন বলে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে রাজভবনের তরফে আজ জানানো হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশনে রাজ্যের সমস্ত মন্ত্রী,বিধায়ক দের ভাতা বাড়ানোর জন্য বিল পাশ করানো হল। এতদিন রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে ছিল। এখন রাজ্যপাল সই করায় এপ্রিল মাস থেকেই তা কার্যকর হতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

নতুন আইনে, বিধায়ক তথা মন্ত্রী সকলের ক্ষেত্রেই ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হল। মন্ত্রীরা বেতন হিসাবে আগে পেতেন ১১ হাজার টাকা। তা বেড়ে হল ৫১ হাজার টাকা।বিধায়কদের আগে বেতন ছিল ১০ হাজার টাকা, সেটা বেড়ে হল ৫০ হাজার। এবার থেকে মন্ত্রীরা বেতন ও অন্য ভাতা মিলিয়ে মোট পাবেন ১ লক্ষ ৫২ হাজার টাকা, বিধায়করা পাবেন ১লক্ষ ২২ হাজার টাকা। ৭ মাস বাদে এই বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল।