এই মুহূর্তে জেলা

পোলবায় ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার এক, আজ ছাত্রের বাড়ি যান অসিত-লকেট।


হুগলি, ১৩ মার্চ:- মঙ্গলবার পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ঝাঁপা এলাকায় গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় ষষ্ঠ শ্রেনীর ছাত্র দেব ঘোষের। জানা যায় চাউমিন কিনতে গিয়ে নিখোঁজ ছিল সে। পরদিন সকালে স্থানীয় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়। উত্তেজনা ছড়ায় পাইপ লাইনের কাজ করতে আসা শ্রমিকদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। তাদের অস্থায়ী কোয়ার্টার ভাঙচুর করা হয়। শ্রমিকদের ফাইফরমাস খাটত ওই ছাত্র। তাকে কেন খুন করা হল এনিয়ে তদন্ত শুরু করে পোলবা থানার পুলিশ। সুব্রত সরকার নামে একজনকে গ্রেফতার করে। তাকে আজ চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অভিযুক্তের কথায় অসংগতি রয়েছে।

ছাত্র এমন কিছু জানতে পেরেছিল যে কারনে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বুধবার সকালে ছাত্রের পরিবারের সাথে দেখা করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। পুলিশকে বিষয়টির যথাযথ তদন্ত করারও নির্দেশ দেন। বিধায়ক বেরিয়ে যেতেই ছাত্রের বাড়িতে যান হুগলির সাংসদ লকেট চাটার্জি। তিনি পরিবারের লোকের সাথে কথা বলেন। লকেট বলেন, এরকম ঘটনা সমস্ত জায়গায় ঘটছে। কিছুদিন আগেও পোলবা থানার অন্তর্গত সুগন্ধ্যা এলাকায় এক মহিলাকে গলা কেটে খুন করা হয়েছিল। সব জায়গা সন্দেশখালি হতে দেবো না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।