হুগলি, ১০ মার্চ:- শ্রীরামপুর কেন্দ্রের তিনবারের বিজয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ২০২৪ নির্বাচনেও প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীরামপুর লোকসভা বিস্তীর্ণ এলাকায় জুড়ে তৃণমূল কর্মীদের মধ্য ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের (ভাই) নেতৃত্বে কর্মীরা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করতে থাকেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে তার নামে জয়ধ্বনির পাশাপাশি মিষ্টি মুখ করান পথ চলতি মানুষদের।
এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান আমাদের দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিগত ১৫ বছর ধরে এই লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের সুখে-দুখে রয়েছে, যেকোনো বিপদে কল্যাণ দার কাছে মানুষ ছুটে গেলে নিরাশ হন না। তাই এবারও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের হাজার হাজার তৃণমূল কর্মীদের একটাই অনুরোধ ছিল দিদি যেন কল্যাণদাকেই প্রার্থী করেন, দিদি আমাদের কথা রেখেছেন তিনি কাজের মানুষ কাছের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছেন। তাই আমরা এই মুহূর্ত থেকে প্রচারে নেমে পড়েছি, এবং এবারের নির্বাচনে এখানকার তৃণমূল কর্মীরা দু লক্ষেরও বেশি ভোটে শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে লোকসভায় পাঠাবো।