প্রদীপ বসু, ৫ মার্চ:- বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা, ও একাধিক জনকল্যান মূলক প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ১০ মার্চ ব্রিগেড চলো জনগর্জন কর্মসূচির প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌরপ্রধান সুরেশ মিশ্রের আহবানে উপস্থিত হয়েছিল উপপৌরপ্রধান বিনয় কুমার, ২২ টি ওয়ার্ডের কাউন্সিলার,ও তৃণমূল কর্মী সমর্থকরা।
নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জয়নগর্জন সভা সফল করতে। স্লাইড স্ক্রিনে ব্রিগেডে মিটিং হওয়ার আগে শাসক দলের কি কর্মসূচি নেওয়া হবে তার ভিডিও প্রকাশ করা হয়। এরপর জনগর্জনের সমর্থনে ট্যাবলোর সূচনা করা হয়। দলীয় পতাকা দেখিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ট্যাবলোর উদ্বোধন করেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ট্যাবলোর গাড়িটি চাপদানি শহর পরিক্রমা করবে। এ ব্যাপারে পৌরপ্রধান কি বললেন শুনে নেব।