হাওড়া, ২ মার্চ:- এবার বেআইনি মদের ঠেকে হানা দিলেন খোদ বিধায়ক। উত্তর হাওড়ার ওড়িয়াপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরেই এলাকার একটি মুদিখানা দোকানের আড়ালে চলছিল বেআইনি ভাবে মদ বিক্রি।
রমরমিয়ে চলছিল মদের ঠেক। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে গোলাবাড়ির পুলিশকে নিয়ে শুক্রবার রাতে হানা দেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বন্ধ হয় ঠেক। ঘটনায় একজনকে আটক করা হয়। উদ্ধার হয় বেআইনি বিদেশি মদ।