এই মুহূর্তে জেলা

তিন বছর পর খুলছে ওয়েলিংটন জুটমিল,খুশি শ্রমিকরা।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আর্থিক সংকটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারী রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলেছিল। তিন বছর পর আবার খুলছে মিলের গেট, খুশি শ্রমিকরা। আজ শ্রম মন্ত্রী মলয় ঘটকের ঘরে এক বৈঠকে মিল কর্তৃপক্ষ, শ্রম দপ্তরের আধিকারীক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে মিল খোলার সিদ্ধান্ত হয়। আগামী ৫ মার্চ খুলবে মিলের গেট। প্রথমে মেনটেন্সের শ্রমিকরা কাজে যোগ দেবেন। পরে অন্য শ্রমিকরা যোগ দেবে। জুটমিলের শ্রমিকরা খুশি মিল খোলার খবরে।

ওয়েলিংটন জুটমিলে ১৬৮৬ জন শ্রমিক কাজ করে। মিল বন্ধ থাকার সময়কালে শ্রমিকদের খুব কষ্টে কেটেছে। মিল খুললে তারা কাজ পাবে টাকা পাবে এতেই খুশি তারা। মিলের সামনে যারা ব্যবসা করেন তাদেরও সমস্যা হচ্ছিল মিল বন্ধ থাকায়। মিল খুলে উৎপাদন শুরু হলে বেচাকেনা হবে। আবার হাল ফিরবে তাদের। গত শুক্রবার শ্রমদপ্তরে ওয়েলিংটন খোলা নিয়ে বৈঠক হলেও কবে খোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। সিআইটিইউ নেতা সুমঙ্গল সিং জানান, প্রথমে ত্রিশ টন উৎপান হবে।ধাপে ধাপে ১০০ টনে যাবে। মিল খোলার জন্য অনেক আন্দোলন হয়েছে।অবশেষে কর্তৃপক্ষ মিল খোলার সিদ্ধান্ত নেওয়ায় সবার ভালো হল।