এই মুহূর্তে জেলা

পেঁয়াজের বস্তায় গাঁজা পাচার!উদ্ধার প্রায় ১০২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৫।

হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- পেঁয়াজের বস্তায় পাচার হচ্ছিল গাঁজা ! এমনই চাঞ্চল্যকর ঘটনা এবার হাওড়ার সাঁকরাইলে। পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে প্রায় ১০২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৫। জানা গেছে, শনিবার ভোরে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে একটি লরি থেকে উদ্ধার হয় ১০২.৮ কেজি গাঁজা। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লরিটিকেও পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর রাতে লরিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে আসে। নিরাপত্তারক্ষীদের জানানো হয় লরিতে পেঁয়াজ রয়েছে। নিরাপত্তারক্ষীদের সন্দেহ হওয়ায় তারা বিষয়টি জানায় সাঁকরাইল থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই লরিতে তল্লাশি চালায়। পেঁয়াজের বস্তা সরাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা।

ওড়িশা থেকে আসছিল গাড়িটি। কলকাতায় পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, গোপন খবরের ভিত্তিতে ধুলাগড়ের সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক আটক করে সেখান থেকে ১০২.৮ কেজি গাঁজা সহ চারটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় ৫ জনকে। সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃতেরা হলো নিউটাউনের বাসিন্দা বিনোদ কুমার (২৬), সালমান মোল্লা (২৪), বিশ্বনাথ দাস (৪৯) বিঝারপুর, জাজপুর, ওড়িশা সরিসার বাসিন্দা গোরা খান (২৯) এবং কেন্দুপাড়া ওড়িশার বাসিন্দা সংগ্রাম পান্ডা (২৬)।