হাওড়া , ১৫ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালিয়ে গেল বেশ কয়েকজন আবাসিক। জানলা ভেঙে পালানোর সময় দোতলার ঘর থেকে রাস্তায় পড়ে গিয়ে পা ভাঙে এক আবাসিকের। সেই সুযোগেই পালাতে সক্ষম হয় কয়েকজন আবাসিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহে। জানা গিয়েছে, সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিল ৭৬ জন। এদিন দোতলার একটি জানলা ভেঙে সদলবলে পালায় বেশ কয়েকজন।
তবে এক আবাসিক উপর থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে পা ভাঙে। তাকে উদ্ধার করেই পুরো ঘটনা জানা যায়। পুলিস জানিয়েছে, পলাতকদের মধ্যে কয়েকজন বাড়ি চলে গেলেও রাত পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন। রাতেই খবর দেওয়া হয় নিখোঁজদের পরিজনদের। সূত্রের খবর, মাত্র দু-তিনজন থাকেন ওই কেন্দ্রের নজরদারিতে। ফলে সুযোগ বুঝে ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ করে জানলা ভাঙে তারা পালিয়ে যায়। তাদের খোঁজ চলছে।