এই মুহূর্তে জেলা

বেলুড় মঠের সরস্বতী পূজা।

হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠেও বাগদেবীর আরাধনা করা হয়েছে। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর আয়োজন করেছেন।

সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ এই দিনে বেলুড় মঠে ভক্তদের সমাগম হয়েছে। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতে খড়ি দিতেও নিয়ে এসেছেন। এদিন বেলুড় মঠের পাশাপাশি মঠের শিক্ষাকেন্দ্র রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে।