এই মুহূর্তে জেলা

মাধ্যমিকে গার্ড দিতে এসে অসুস্থ চুঁচুড়ায় শিক্ষিকা।

হুগলি, ৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে এসে প্রসব যন্ত্রণায় কাতর হলেন এক শিক্ষিকা! ঘটনাটি হুগলির চুঁচুড়া নারী শিক্ষা মন্দির স্কুলের। আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা শুরু হতেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা অর্পিতা মল্লিক। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই ওই শিক্ষিকা চিকিৎসাধীন। চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা শিক্ষিকা জানান, অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি তার শিক্ষকতার ডিউটি পালন করছিলেন। মাধ্যমিক পরীক্ষায় গতকালও গার্ড দিয়েছেন।

আজও তিনি স্কুলে এসেছিলেন। তবে হঠাৎই তিনি পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন। তার রক্তক্ষরণ শুরু হয়। তারপরেই স্কুলের তরফে তাকে নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালে।খবর দেওয়া হয় তার পরিবারে। হাসপাতাল সূত্রে খবর, শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন। তার আল্ট্রাসনোগ্রাফিক করানো হয়েছে। অন্যদিকে নির্বিঘ্নে মিটল মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা। আজ ছিল ইংরেজি পরীক্ষা।পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা জানায় প্রশ্ন সহজ হয়েছে।পরীক্ষার্থী ও অভিভাবকরা খুশি।