হুগলি, ১৬ জানুয়ারি:- হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার দলের কর্মিদের নিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করেন। তাতে প্রার্থীর নাম না থাকলেও দূর্নীতিমুক্ত বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করার পাশাপাশি রাম রাজ্যের লক্ষে ভোট দিতে আবেদন করা হয়েছে। তুষার বলেন, কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা লিখে শুরু করেছিলেন। তারপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন এবার জেলা সভাপতি আমরা লিখছি এটা দলের ঘোষিত কর্মসূচী।
আমরা ধীরে চলো রাজনীতি করি। তাই এগিয়ে থেকে দেওয়াল লেখা শুরু করলাম। বিজেপির আগেভাগে দেওয়াল লেখাকে কটাক্ষ করে চুঁচুড়ার তৃনমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, গাছে কাঁঠাল গোপে তেল। প্রার্থীর খোঁজ নেই দেওয়াল লিখছে।সূচ চালুনির বিচার করে। ওরা যতই লিখুক দেখবেন ৪২ এ ৪২ মমতা মানুষের মনে আছে।আমাদের দলে ভালো ভালো স্ট্রাইকার আছে ক্রিকেটে ভালো ওপেনার আছে।বোলার আছে যারা তারা ইনসুইং আউট সুইং করতে পারে।ওদের লিখতে দিন আমরা যখন নামব তখন দেখবেন মাঠে কেউ নেই।