এই মুহূর্তে জেলা

“ভাগ্নে’র কীর্তি, মামী’র বৌমাকেই বিয়ের প্রস্তাব, চাঞ্চল্য হাওড়ায়।


হাওড়া, ১১ জানুয়ারি:- মামী’র বৌমাকেই বিয়ের কুপ্রস্তাব দিয়েছিল সম্পর্কে ‘ভাগ্নে’ যুবক। তাতে রাজি না হওয়ায় মামীর বৌমা সহ মামীকে প্রকাশ্য রাস্তায় বাঁশ দিয়ে ফেলে পেটালো ওই যুবক। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় এদের দুজনকেই চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ। জানা গেছে, বছর দুয়েক আগেও এরকম কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই গুণধর যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

সে সময় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। সে সময় কয়েকদিনের জন্য তার জেল হেফাজত হয়েছিল। ফের এদিন সকালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। রেল স্টেশনের রাস্তা দিয়ে যাবার সময় ওই যুবক সম্পর্কে মামী ও মামীর বৌমার উপর আচমকা বাঁশ নিয়ে হামলা চালায়। তাদের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় এদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে বৌমাকে কলকাতায় মেডিকেল কলেজের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।