এই মুহূর্তে জেলা

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের বর্ষপূর্তি দৌড়।

হাওড়া, ১ জানুয়ারি:- ২২৩০১ আপ এবং ২২৩০২ ডাউন হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবার সোমবার পয়লা জানুয়ারি এক বছর পূর্ণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে উচ্চ-গতির ট্রেন সংযোগের এই ট্রেনের উদ্বোধন করেন এবং গত বছর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি তার নিয়মিত পরিষেবা শুরু করে। নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে চলাচলকারী পর্যটক এবং

যাত্রীদের মধ্যে ট্রেনটি এখন খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোইয়ের মতো পথের স্টেশনগুলির যাত্রীরাও দ্রুত রেল পরিবহন সংযোগের মাধ্যমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাথে যুক্ত হওয়া এই উচ্চ-গতির ট্রেনের দ্বারা উপকৃত হচ্ছেন। এদিন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্মারক হিসেবে ১ম বার্ষিকী পালিত হয়েছে। এই স্মারক যাত্রায় ভ্রমণকারী যাত্রীদের উষ্ণ স্বাগত জানিয়ে এদিন হাওড়া স্টেশনে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়।