এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে আজ থেকে দু’দিনের সর্বভারতীয় যুব সম্মেলন।


হাওড়া, ২৫ ডিসেম্বর:- রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ থেকে ২ দিন ব্যাপী অল ইন্ডিয়া ইউথ কনভেনশন উদযাপিত হচ্ছে বেলুড় মঠে। ২৫ ও ২৬ ডিসেম্বর দিনভর থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সোমবার সকাল থেকে ভক্তের ঢল নেমেছে বেলুড় মঠে। রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিগত একবছর ধরেই বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে বেলুড় মঠের তরফে। আজ থেকে ২ দিনের কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বেলুড় মঠের সমস্ত সন্ন্যাসী মহারাজরা। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। বিভিন্ন বিষয়ে আলোচনা, বক্তৃতা, ভজন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।